৬৪ (koto kal rabe balo bharat re)

             কত   কাল রবে বল’ ভারত রে

             শুধু   ডাল ভাত জল পথ্য ক’রে ।

             দেশে অন্নজলের হল ঘোর অনটন—

             ধর’   হুইস্কি-সোডা আর মুর্গি-মটন ।

             যাও   ঠাকুর চৈতন-চুট্‌কি নিয়া—

             এস’  দাড়ি নাড়ি কলিমদ্দি মিয়া ।

রাগ: খাম্বাজ

তাল: ত্রিতাল

রচনাকাল (বঙ্গাব্দ): 1307

রচনাকাল (খৃষ্টাব্দ): 1900

স্বরলিপিকার: অনাদিকুমার দস্তিদার

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.