৪৩ (madhur milan hasite milechhe)

                        মধুর মিলন।

               হাসিতে মিলেছে হাসি, নয়নে নয়ন।।

                    মরমর মৃদু বাণী মরমর মরমে,

               কপোলে মিলায় হাসি সুমধুর শরমে— নয়নে স্বপন।।

             তারাগুলি চেয়ে আছে,   কুসুম গাছে গাছে—

             বাতাস চুপিচুপি   ফিরিছে কাছে কাছে।

             মালাগুলি গেঁথে নিয়ে, আড়ালে লুকাইয়ে

             সখীরা নেহারিছে দোঁহার আনন—

             হেসে আকুল হল বকুলকানন,   আ মরি মরি ।।

রাগ: মিশ্র বেহাগ

তাল: কাহারবা-দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): ফাল্গুন, ১২৯০

রচনাকাল (খৃষ্টাব্দ): 1883

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.