১০০ (madhuritu nityo haye raoilo)

          মধুঋতু নিত্য হয়ে রইল তোমার মধুর দেশে–

          যাওয়া-আসার কান্নাহাসি হাওয়ায় সেথা বেড়ায় ভেসে ।

          যায় যে জনা সেই শুধু যায়,   ফুল ফোটা তো ফুরোয় না হায়–

          ঝরবে যে ফুল সেই কেবলই ঝরে পড়ে বেলাশেষে ।।

          যখন আমি ছিলেম কাছে তখন কত দিয়েছি গান–

          এখন আমার দূরে যাওয়া, এরও কি গো নাই কোনো দান ।

          পুষ্পবনের ছায়ায় ঢেকে    এই আশা তাই গেলেম রেখে–

          আগুন-ভরা ফাগুনকে তোর কাঁদায় যেন আষাঢ় এসে ।।

রাগ: অজ্ঞাত

তাল: অজ্ঞাত

রচনাকাল (বঙ্গাব্দ): 1322

রচনাকাল (খৃষ্টাব্দ): 1916

Rendition

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.