সে দিন আমায় বলেছিলে আমার সময় হয় নাই-- ফিরে ফিরে চলে গেলে তাই॥ তখনো খেলার বেলা-- বনে মল্লিকার মেলা, পল্লবে পল্লবে বায়ু উতলা সদাই॥ আজি এল হেমন্তের দিন কুহেলীবিলীন, ভূষণবিহীন। বেলা আর নাই বাকি, সময় হয়েছে নাকি-- দিনশেষে দ্বারে বসে পথপানে চাই।
সহসা ডালপালা তোর উতলা-যে ও চাঁপা, ও করবী! কারে তুই দেখতে পেলি আকাশে-মাঝে জানি না যে॥ কোন্ সুরের মাতন হাওয়ায় এসে বেড়ায় ভেসে ও চাঁপা, ও করবী! কার নাচনের নূপুর বাজে জানি না যে॥ তোরে ক্ষণে ক্ষণে চমক লাগে। কোন্ অজানার ধেয়ান তোমার মনে জাগে। কোন্ রঙের মাতন উঠল দুলে ফুলে ফুলে ও চাঁপা, ও করবী! কে সাজালে রঙিন সাজে জানি না যে॥
তোমারি তরে, মা, সঁপিনু এ দেহ। তোমারি তরে, মা, সঁপিনু প্রাণ ।। তোমারি শোকে এ আঁখি বরষিবে, এ বীণা তোমারি গাহিবে গান ।। যদিও এ বাহু অক্ষম দুর্বল তোমারি কার্য সাধিবে । যদিও এ অসি কলঙ্কে মলিন তোমারি পাশ নাশিবে ।। যদিও, হে দেবী, শোণিতে আমার কিছুই তোমার হবে না তবু, ওগো মাতা পারি তা ঢালিতে একতিল তব কলঙ্ক ক্ষালিতে— নিভাতে তোমার যাতনা । যদিও, জননী, যদিও আমার এ বীণায় কিছু নাহিক বল কী জানি যদি, মা, একটি সন্তান জাগি উঠে শুনি এ বীণাতান ।।