৯৫ (mora chalbo na mukul jhare)
মোরা চলব না ।
মুকুল ঝরে ঝরুক, মোরা ফলব না ।।
সূর্যতারা আগুন ভুগে জ্ব’লে মরুক যুগে যুগে–
আমরা যতই পাই-না জ্বালা জ্বলব না ।।
বনের শাখা কথা বলে, কথা জাগে সাগরজলে–
এই ভুবনে আমরা কিছুই বলব না ।
কোথা হতে লাগে রে টান, জীবন-জলে ডাকে রে বান–
আমরা তো এই প্রাণের টলায় টলব না ।।
রাগ: ইমন
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): ২৩ ফাল্গুন, ১৩২১
রচনাকাল (খৃষ্টাব্দ): ৭ মার্চ, ১৯১৫
স্বরলিপিকার: ইন্দিরা দেবী