১৭ (na sokha moner byatha)

                না সখা, মনের ব্যথা কোরো না গোপন ।

              যবে অশ্রুজল হায়   উচ্ছ্বসি উঠিতে চায়

                রুধিয়া রেখো না তাহা আমারি কারণ ।

                চিনি, সখা, চিনি তব ও দারুণ হাসি—

                ওর চেয়ে কত ভালো অশ্রুজলরাশি ।

                মাথা খাও— অভাগীরে কোরো না বঞ্চনা,

                ছদ্মবেশে আবরিয়া রেখো না যন্ত্রণা ।

              মমতার অশ্রুজলে    নিভাইব সে অনলে,

                ভালো যদি বাস তবে রাখো এ প্রার্থনা ।।

রাগ: ইমনকল্যাণ

তাল: অজ্ঞাত

রচনাকাল (বঙ্গাব্দ): 1286

রচনাকাল (খৃষ্টাব্দ): 1879

Rendition

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.