৭ (nach shyama tale tale)

                   নাচ্‌ শ্যামা, তালে তালে ।।

       রুনু রুনু ঝুনু বাজিছে নূপুর,     মৃদু মৃদু মধু উঠে গীতসুর,

       বলয়ে বলয়ে বাজে ঝিনি ঝিনি,    তালে তালে উঠে করতালিধ্বনি—

                   নাচ্‌ শ্যামা, নাচ্‌ তবে ।।

       নিরালয় তোর বনের মাঝে      সেথা কি এমন নূপুর বাজে !

             এমন মধুর গান ?   এমন মধুর তান ?

       কমলকরের করতালি হেন      দেখিতে পেতিস কবে ?—

                   নাচ্‌ শ্যামা, নাচ্‌ তবে ।।

রাগ: খাম্বাজ

তাল: একতাল

রচনাকাল (বঙ্গাব্দ): 1287

রচনাকাল (খৃষ্টাব্দ): 1880

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.