১১৩ (namo namo sachi chito ranjan)
নমো নমো শচীচিতরঞ্জন, সন্তাপভঞ্জন-
নবজলধরকান্তি, ঘননীল-অঞ্জন– নমো হে, নমো নমো।।
নন্দনবীথির ছায়ে তব পদপাতে নব পারিজাতে
উড়ে পরিমল মধুরাতে– নমো হে, নমো নমো ।
তোমার কটাক্ষের ছন্দে মেনকার মঞ্জীরবন্ধে
জেগে উঠে গুঞ্জন মধুকরগঞ্জন– নমো হে, নমো নমো।।
রাগ: ইমন-ভূপালী
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): ১২ জ্যৈষ্ঠ, ১৩৪১
রচনাকাল (খৃষ্টাব্দ): ২৬ মে, ১৯৩৪
রচনাস্থান: পানাদুরা (শ্রীলঙ্কা)
স্বরলিপিকার: শৈলজারঞ্জন মজুমদার