১০৫ (nutan pather pothik haye ase)

            নূতন পথের পথিক হয়ে   আসে, পুরাতন সাথি,

            মিলন-উষায় ঘোমটা খসায়    চিরবিরহের রাতি।

            যারে     বারে বারে হারিয়ে মেলে

                     আজ প্রাতে তার দেখা পেলে

             নূতন করে পায়ের তলে দেব হৃদয় পাতি।।

রাগ: অজ্ঞাত

তাল: অজ্ঞাত

রচনাকাল (বঙ্গাব্দ): 1331

রচনাকাল (খৃষ্টাব্দ): 1924

Rendition

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.