ওরে, তোরা নেই বা কথা বললি, দাঁড়িয়ে হাটের মধ্যিখানে নেই জাগালি পল্লী ॥ মরিস মিথ্যে ব'কে ঝ'কে, দেখে কেবল হাসে লোকে, নাহয় নিয়ে আপন মনের আগুন মনে মনেই জ্বললি ॥ অন্তরে তোর আছে কী যে নেই রটালি নিজে নিজে, নাহয় বাদ্যগুলো বন্ধ রেখে চুপেচাপেই চললি ॥ কাজ থাকে তো কর্ গে না কাজ, লাজ থাকে তো ঘুচা গে লাজ, ওরে, কে যে তোরে কী বলেছে নেই বা তাতে টললি ॥
হাঁ গো মা, সেই কথাই তো ব'লে গেলেন তিনি, তিনি আমার আপন জাতের লোক। আমি চণ্ডালী, সে যে মিথ্যা, সে যে মিথ্যা, সে যে দারুণ মিথ্যা। শ্রাবণের কালো যে মেঘ তারে যদি নাম দাও "চণ্ডাল', তা ব'লে কি জাত ঘুচিবে তার, অশুচি হবে কি তার জল। তিনি ব'লে গেলেন আমায়-- নিজেরে নিন্দা কোরো না, মানবের বংশ তোমার, মানবের রক্ত তোমার নাড়ীতে। ছি ছি মা, মিথ্যা নিন্দা রটাস নে নিজের, সে-যে পাপ। রাজার বংশে দাসী জন্মায় অসংখ্য, আমি সে দাসী নই। দ্বিজের বংশে চণ্ডাল কত আছে, আমি নই চণ্ডালী।