১৩৩ (osundarer param bedonay)

          অসুন্দরের পরম বেদনায় সুন্দরের আহ্বান।

          সূর্যরশ্মি কালো মেঘের ললাটে পরায় ইন্দ্রধনু, তার লজ্জাকে সান্ত্বনা দেবার তরে।

          মর্তের অভিশাপে স্বর্গের করুণা যখন নামে তখনি তো সুন্দরের আবির্ভাব।

          প্রিয়তমে, সেই করুণাই কি তোমার হৃদয়কে কাল মধুর করে নি।

রাগ: ?

তাল: ?

রচনাকাল (বঙ্গাব্দ): অগ্রহায়ণ, ১৩২৮

রচনাকাল (খৃষ্টাব্দ): নভেম্বর, ১৯২১

স্বরলিপিকার: শৈলজারঞ্জন মজুমদার

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.