১ (rajrajendra jay jayatu jay)

                 রাজরাজেন্দ্র জয়   জয়তু জয় হে।

                 ব্যাপ্ত পরতাপ তব   বিশ্বময় হে ।।

         দুষ্টদলন তব দণ্ড ভয়কারী,   শত্রুজনদর্পহর দীপ্ত তরবারি—

                 সঙ্কটশরণ্য তুমি দৈন্যদুখহারী

                 মুক্ত-অবরোধ তব   অভ্যুদয় হে ।।

রাগ: সাহানা

তাল: ঝাঁপতাল

রচনাকাল (বঙ্গাব্দ): 1315

রচনাকাল (খৃষ্টাব্দ): 1908

স্বরলিপিকার: অনাদিকুমার দস্তিদার

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.