শেষ গানেরই রেশ নিয়ে যাও চলে, শেষ কথা যাও ব'লে॥ সময় পাবে না আর, নামিছে অন্ধকার, গোধুলিতে আলো-আঁধারে পথিক যে পথ ভোলে॥ পশ্চিমগগনে ওই দেখা যায় শেষ রবিরেখা, তমাল-অরণ্যে ওই শুনি শেষ কেকা। কে আমার অভিসারিকা বুঝি বাহিরিল অজানারে খুঁজি, শেষবার মোর আঙিনার দ্বার খোলে॥
কোন্ সুদূর হতে আমার মনোমাঝে বাণীর ধারা বহে-- আমার প্রাণে প্রাণে। আমি কখন্ শুনি, কখন্ শুনি না যে, কখন্ কী যে কহে-- আমার কানে কানে॥ আমার ঘুমে আমার কোলাহলে আমার আঁখি-জলে তাহারি সুর, তাহারি সুর জীবন-গুহাতলে গোপন গানে রহে-- আমার কানে কানে॥ কোন্ ঘন গহন বিজন তীরে তীরে তাহার ভাঙা গড়া-- ছায়ার তলে তলে। আমি জানি না কোন্ দক্ষিণসমীরে তাহার ওঠা পড়া-- ঢেউয়ের ছলোছলে। এই ধরণীরে গগন-পারের ছাঁদে সে যে তারার সাথে বাঁধে, সুখের সাথে দুখ মিলায়ে কাঁদে 'এ নহে এই নহে-- নহে নহে, এ নহে এই নহে'-- কাঁদে কানে কানে॥