ফেলে রাখলেই কি পড়ে রবে ও অবোধ। যে তার দাম জানে সে কুড়িয়ে লবে ও অবোধ ॥ ও যে কোন্ রতন তা দেখ্-না ভাবি, ওর 'পরে কি ধুলোর দাবি? ও হারিয়ে গেলে তাঁরি গলার হার গাঁথা যে ব্যর্থ হবে ॥ ওর খোঁজ পড়েছে জানিস নে তা? তাই দূত বেরোল হেথা সেথা। যারে করলি হেলা সবাই মিলি আদর যে তার বাড়িয়ে দিলি-- যারে দরদ দিলি তার ব্যথা কি সেই দরদীর প্রাণে সবে?
ভালোমানুষ নই রে মোরা ভালোমানুষ নই-- গুণের মধ্যে ওই আমাদের, গুণের মধ্যে ওই॥ দেশে দেশে নিন্দে রটে, পদে পদে বিপদ ঘটে-- পুঁথির কথা কই নে মোরা, উল্টো কথা কই॥ জন্ম মোদের ত্র্যহস্পর্শে, সকল-অনাসৃষ্টি। ছুটি নিলেন বৃহস্পতি, রইল শনির দৃষ্টি। অযাত্রাতে নৌকো ভাসা, রাখি নে, ভাই, ফলের আশা-- আমাদের আর নাই যে গতি ভেসেই চলা বই॥