৩০ (tumi achho kon para)

         তুমি    আছ কোন্‌ পাড়া ? তোমার   পাই নে যে সাড়া ।

               পথের মধ্যে হাঁ ক’রে যে রইলে হে খাড়া ।।

           রোদে প্রাণ যায় দুপুর বেলা,  ধরেছে উদরে জ্বালা—

                 এর কাছে কি হৃদয়জ্বালা ।

                     তোমার   সকল সৃষ্টিছাড়া ।।

         রাঙা অধর, নয়ন কালো   ভরা পেটেই লাগে ভালো—

             এখন    পেটের মধ্যে নাড়ীগুলো দিয়েছে তাড়া ।।

রাগ: কাফি-সিন্ধু

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): 1290

রচনাকাল (খৃষ্টাব্দ): 1883

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.