৫০ (ulangini nache ranrange)

উলঙ্গিনী নাচে রণরঙ্গে। আমরা নৃত্য করি সঙ্গে।।

দশ দিক আঁধার ক’রে মাতিল দিক্‌-বসনা,

জ্বলে বহ্নিশিখা রাঙা রসনা—

দেখে মরিবারে ধাইছে পতঙ্গে।।

কালো কেশ উড়িল আকাশে,

রবি সোম লুকালো তরাসে।

রাঙা রক্তধারা ঝরে কালো অঙ্গে—

ত্রিভুবন কাঁপে ভুরুভঙ্গে।।

রাগ: ভৈরব

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): 1297

রচনাকাল (খৃষ্টাব্দ): 1890

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.