- মোরা জলে স্থলে কত ছলে
- পথহারা তুমি পথিক যেনো গো
- জীবনে আজ কি প্রথম এল বসন্ত
- কাছে আছে দেখিতে না পাও
- যেমন দখিনে বায়ু ছুটেছে
- আমার পরান যাহা চায়
- সখী, সে গেলো কোথায়
- দে লো সখী, দে পরাইয়ে গলে
- সখী, বহে গেল বেলা
- ওলো রেখে দে সখী, রেখে দে
- যেয়ো না, যেয়ো না, যেয়ো না ফিরে
- কে ডাকে! আমি কভু ফিরে নাহি চাই।
- এসেছি গো এসেছি, মন দিতে এসেছি
- ওকে বলো সখী, বলো
- তারে দেখাতে পারিনে কেন
- আপন মন নিয়ে
- ভালোবেসে যদি সুখ নাহি
- সুখে আছি, সুখে আছি
- ভালোবেসে দুখ সেও সুখ
- দূরে দাঁড়ায়ে আছে
- ওগো দেখি আঁখি তুলে চাও
- ওকে বোঝা গেলো না
- সখী, সাধ করে যাহা দেবে
- এ তো খেলা নয়, খেলা নয়
- সে জন কে, সখী, বোঝা গেছে
- সখী, প্রতিদিন হায়
- সকল হৃদয় দিয়ে ভালোবেসেছি যারে
- তুমি কে গো, সখীরে কেন
- তবে সুখে থাকো, সুখে থাকো
- আমার নিখিল ভুবন
- ভুল কোরো না গো
- ভুল করেছিনু, ভুল ভেঙ্গেছে
- অলি বার বার ফিরে যায়
- ডেকো না আমারে ডেকো না
- না বুঝে কারে তুমি ভাসালে আঁখিজলে
- যে ছিল আমার স্বপনচারিণী
- হায় হতভাগিনী
- এস এস বসন্ত ধরাতলে
- ও কি এল, ও কি এল না
- কোন্ সে ঝড়ের ভুল
- ছি ছি, মরি লাজে
- শুভমিলনলগনে বাজুক বাঁশি
- আর নহে, আর নহে
- ছিন্ন শিকল পায়ে নিয়ে
- যাক ছিঁড়ে, যাক ছিঁড়ে যাক
- দুঃখের য্জ্ঞ-অনল-জ্বলনে
- আজ খেলা-ভাঙার খেলা