১৩ (esechhi go esechhi mon dite)

এসেছি গো এসেছি, মন দিতে এসেছি,

যারে ভালো বেসেছি!

ফুলদলে ঢাকি মন যাব রাখি চরণে,

পাছে কঠিন ধরণী পায়ে বাজে,

রেখো রেখো চরণ হৃদি-মাঝে,

না হয় দলে যাবে, প্রাণ ব্যথা পাবে,

আমি তো ভেসেছি, অকূলে ভেসেছি।

রাগ: পিলু-বারোয়াঁ

তাল: ত্রিতাল

রচনাকাল (বঙ্গাব্দ): অগ্রহায়ণ, ১২৯৫

রচনাকাল (খৃষ্টাব্দ): 1888

রচনাস্থান: কলকাতা, দার্জিলিং

স্বরলিপিকার: জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর, ইন্দিরা দেবী

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.