৩৭ (hay hatobhagini)

হায় হতভাগিনী,

স্রোতে বৃথা গেল ভেসে, কূলে তরী লাগে নি, লাগে নি।

কাটালি বেলা বীণাতে সুর বেঁধে—

কঠিন টানে উঠল কেঁদে,

ছিন্ন তারে থেমে গেল-যে রাগিণী।

এই পথের ধারে এসে ডেকে গেছে তোরে সে।

ফিরিয়ে দিলি তারে রুদ্ধদ্বারে।—

বুক জ্বলে গেল গো, ক্ষমা তবুও কেন মাগি নি।

রাগ: ভৈরবী

তাল: ষষ্ঠী

রচনাকাল (বঙ্গাব্দ): 1345

রচনাকাল (খৃষ্টাব্দ): 1938

স্বরলিপিকার: শৈলজারঞ্জন মজুমদার

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.