২৩ (sokhi sadh kore jaha debe)
সখী, সাধ করে যাহা দেবে তাই লইব।
আহা মরি মরি সাধের ভিখারি,
তুমি মনে মনে চাহ প্রাণমন।
দাও যদি ফুল, শিরে তুলে রাখিব
দেয় যদি কাঁটা।
তাও সহিব।
আহা মরি মরি সাধের ভিখারি,
তুমি মনে মনে চাহ প্রাণমন।
যদি এক বার চাও সখী মধুর নয়ানে,
ওই আঁখি-সুধাপানে,
চিরজীবন মাতি রহিব।
যদি কঠিন কটাক্ষ মিলে।
তাও হৃদয়ে বিঁধায়ে চিরজীবন বহিব।
আহা মরি মরি সাধের ভিখারি,
তুমি মনে মনে চাহ প্রাণমন।
রাগ: বাহার
তাল: ত্রিতাল
রচনাকাল (বঙ্গাব্দ): অগ্রহায়ণ, ১২৯৫
রচনাকাল (খৃষ্টাব্দ): 1888
রচনাস্থান: কলকাতা, দার্জিলিং
স্বরলিপিকার: ইন্দিরা দেবী