১৬৬ (abar era ghirechhe mor man)

          আবার এরা ঘিরেছে মোর মন।

          আবার চোখে নামে আবরণ ॥

আবার এ যে নানা কথাই জমে,   চিত্ত আমার নানা দিকেই ভ্রমে,

দাহ আবার বেড়ে ওঠে ক্রমে,   আবার এ যে হারাই শ্রীচরণ ॥

          তব নীরব বাণী হৃদয়তলে

          ডোবে না যেন লোকের কোলাহলে।

সবার মাঝে আমার সাথে থাকো,   আমায় সদা তোমার মাঝে ঢাকো,

নিয়ত মোর চেতনা-'পরে রাখো   আলোকে-ভরা উদার ত্রিভুবন ॥

রাগ: আশাবরী-ভৈরবী

তাল: ঝম্পক

রচনাকাল (বঙ্গাব্দ): ১৬ ভাদ্র, ১৩১৬

রচনাকাল (খৃষ্টাব্দ): 1909

রচনাস্থান: বোলপুর

স্বরলিপিকার: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.