রাগ: ইমনকল্যাণ

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): ২৩ আশ্বিন, ১৩২১

রচনাকাল (খৃষ্টাব্দ): ১০ অক্টোবর, ১৯১৪

রচনাস্থান: বুদ্ধগয়া

স্বরলিপিকার: অনাদিকুমার দস্তিদার

৫৯০ (achenake bhay ki amar)

          অচেনাকে ভয় কী আমার ওরে?

     অচেনাকেই চিনে চিনে উঠবে জীবন ভরে ॥

জানি জানি আমার চেনা      কোনো কালেই ফুরাবে না,

          চিহ্নহারা পথে আমায় টানবে অচিন ডোরে ॥

     ছিল আমার মা অচেনা, নিল আমায় কোলে।

     সকল প্রেমই অচেনা গো, তাই তো হৃদয় দোলে।

অচেনা এই ভুবন মাঝে      কত সুরেই হৃদয় বাজে--

          অচেনা এই জীবন আমার,

              বেড়াই তারি ঘোরে ॥

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.