২৪৮ (achhe dukkha achhe mrityu)

          আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহদহন লাগে।

          তবুও শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে ॥

তবু প্রাণ নিত্যধারা,      হাসে সূর্য চন্দ্র তারা,

          বসন্ত নিকুঞ্জে আসে বিচিত্র রাগে ॥

          তরঙ্গ মিলায়ে যায় তরঙ্গ উঠে,

          কুসুম ঝরিয়া পড়ে কুসুম ফুটে।

নাহি ক্ষয়, নাহি শেষ,   নাহি নাহি দৈন্যলেশ--

          সেই পূর্ণতার পায়ে মন স্থান মাগে ॥

রাগ: যোগিয়া

তাল: একতাল

রচনাকাল (বঙ্গাব্দ): 1309

রচনাকাল (খৃষ্টাব্দ): 1903

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.