৪২২ (achho antare chiradin)

আছ অন্তরে চিরদিন, তবু কেন কাঁদি।

তবু কেন হেরি না তোমার জ্যোতি,

কেন দিশাহারা অন্ধকারে?।

অকূলের কূল তুমি আমার,

তবু কেন ভেসে যাই মরণের পারাবারে?

আনন্দঘন বিভু, তুমি যার স্বামী

সে কেন ফিরে পথে দ্বারে দ্বারে।

রাগ: কাফি

তাল: চৌতাল

রচনাকাল (বঙ্গাব্দ): 1294

রচনাকাল (খৃষ্টাব্দ): 1888

স্বরলিপিকার: কাঙ্গালীচরণ সেন

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.