রাগ: ইমন

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): ৮ ভাদ্র, ১৩২১

রচনাকাল (খৃষ্টাব্দ): ২৫ অগাস্ট, ১৯১৪

রচনাস্থান: সুরুল

স্বরলিপিকার: সুধীরচন্দ্র কর

২১৪ (aghat kare nile jine)

                   আঘাত করে নিলে জিনে,

                   কাড়িলে মন দিনে দিনে ॥

সুখের বাধা ভেঙে ফেলে   তবে আমার প্রাণে এলে--

বারে বারে মরার মুখে অনেক দুখে নিলেম চিনে ॥

                   তুফান দেখে ঝড়ের রাতে

                   ছেড়েছি হাল তোমার হাতে।

বাটের মাঝে, হাটের মাঝে, কোথাও আমায় ছাড়লে না-যে--

যখন আমার সব বিকালো তখন আমায় নিলে কিনে ॥

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.