৫৪০ (aji heri sangsar amritamay)

          আজি হেরি সংসার অমৃতময়।

                   মধুর পবন, বিমল কিরণ, ফুল্ল বন,

                             মধুর বিহগকলধ্বনি ॥

কোথা হতে বহিল সহসা প্রাণভরা প্রেমহিল্লোল, আহা--

          হৃদয়কুসুম উঠিল ফুটি পুলকভরে ॥

অতি আশ্চর্য দেখো সবে-- দীনহীন ক্ষুদ্র হৃদয়মাঝে

          অসীম জগতস্বামী বিরাজে সুন্দর শোভন!

                   ধন্য এই মানবজীবন, ধন্য বিশ্বজগত,

                             ধন্য তাঁর প্রেম, তিনি ধন্য ধন্য ॥

রাগ: বিলাবল

তাল: চৌতাল

রচনাকাল (বঙ্গাব্দ): 1294

রচনাকাল (খৃষ্টাব্দ): 1888

স্বরলিপিকার: কাঙ্গালীচরণ সেন

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.