১৭২ (aji mama man chahe)

          আজি মম মন চাহে জীবনবন্ধুরে,

          সেই জনমে মরণে নিত্যসঙ্গী

                   নিশিদিন সুখে শোকে--

          সেই চির-আনন্দ, বিমল চিরসুধা,

          যুগে যুগে কত নব নব লোকে নিয়তশরণ ॥

পরাশান্তি, পরমপ্রেম,   পরামুক্তি, পরমক্ষেম,

          সেই অন্তরতম চিরসুন্দর প্রভু, চিত্তসখা,

                   ধর্ম-অর্থ-কাম-ভরণ রাজা হৃদয়হরণ ॥

রাগ: বাহার

তাল: চৌতাল

রচনাকাল (বঙ্গাব্দ): 1303

রচনাকাল (খৃষ্টাব্দ): 1897

স্বরলিপিকার: কাঙ্গালীচরণ সেন

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.