২৬৯ (aji nirbhaynidrita bhubane jage)

আজি   নির্ভয়নিদ্রিত ভুবনে জাগে, কে জাগে?

ঘন      সৌরভমন্থর পবনে জাগে, কে জাগে?।

কত     নীরব বিহঙ্গকুলায়ে

          মোহন অঙ্গুলি বুলায়ে-- জাগে, কে জাগে?

কত     অস্ফুট পুষ্পের গোপনে জাগে, কে জাগে?

এই      অপার অম্বরপাথারে

          স্তম্ভিত গম্ভীর আঁধারে-- জাগে, কে জাগে?

মম      গভীর অন্তরবেদনে জাগে, কে জাগে?।

রাগ: বেহাগ

তাল: ত্রিতাল

রচনাকাল (বঙ্গাব্দ): অগ্রহায়ণ, ১৩১৭

রচনাকাল (খৃষ্টাব্দ): 1910

রচনাস্থান: শিলাইদহ

স্বরলিপিকার: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.