৩৫০ (akash jure shuninu oi baje)

আকাশ জুড়ে শুনিনু ওই বাজে   তোমারি নাম সকল তারার মাঝে ॥

সে নামখানি নেমে এল ভুঁয়ে,   কখন আমার ললাট দিল ছুঁয়ে,

শান্তিধারায় বেদন গেল ধুয়ে-- আপন আমার আপনি মরে লাজে ॥

মন মিলে যায় আজ ওই নীরব রাতে তারায়-ভরা ওই গগনের সাথে।

অমনি করে আমার এ হৃদয়   তোমার নামে হোক-না নামময়,

আঁধারে মোর তোমার আলোয় জয় গভীর হয়ে থাক্‌ জীবনের কাজে ॥

রাগ: বেহাগ-বাউল

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): 1325

রচনাকাল (খৃষ্টাব্দ): 1918

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.