রাগ: পিলু-ভীমপলশ্রী

তাল: একতাল

রচনাকাল (বঙ্গাব্দ): ১৬ ফাল্গুন, ১৩২০

রচনাকাল (খৃষ্টাব্দ): 1914

রচনাস্থান: কলকাতা

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

১৬৪ (amar byatha jakhan ane amay)

আমার               ব্যথা যখন আনে আমায় তোমার দ্বারে

তখন             আপনি এসে দ্বার খুলে দাও, ডাকো তারে ॥

          বাহুপাশের কাঙাল সে যে,   চলেছে তাই সকল ত্যেজে,

                   কাঁটার পথে ধায় সে তোমার অভিসারে ॥

আমার               ব্যথা যখন বাজায় আমায় বাজি সুরে--

সেই              গানের টানে পারো না আর রইতে দূরে।

          লুটিয়ে পড়ে সে গান মম   ঝড়ের রাতের পাখি-সম,

                   বাহির হয়ে এসো তুমি অন্ধকারে ॥

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.