৫৭ (amar hriday tomar apan hater)

আমার         হৃদয় তোমার আপন হাতের দোলে দোলাও,

                 কে আমারে কী-যে বলে ভোলাও ভোলাও ॥

        ওরা কেবল কথার পাকে নিত্য আমায় বেঁধে রাখে,

                 বাঁশির ডাকে সকল বাঁধন খোলাও ॥

                 মনে পড়ে, কত-না দিন রাতি

                 আমি ছিলেম তোমার খেলার সাথী।

        আজকে তুমি তেমনি ক'রে   সামনে তোমার রাখো ধরে,

                 আমার প্রাণে খেলার সে ঢেউ তোলাও ॥

রাগ: ভৈরবী

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): 1328

রচনাকাল (খৃষ্টাব্দ): 1921

রচনাস্থান: শান্তিনিকেতন

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.