৫৯৯ (amar jabar belate sabai)

              আমার       যাবার বেলাতে

          সবাই        জয়ধ্বনি কর্‌।

              ভোরের আকাশ রাঙা হল রে,

          আমার           পথ হল সুন্দর ॥

কী নিয়ে বা যাব সেথা   ওগো তোরা ভাবিস নে তা,

              শূন্য হাতেই চলব বহিয়ে

          আমার       ব্যাকুল অন্তর ॥

              মালা প'রে যাব মিলনবেশে,

          আমার       পথিকসজ্জা নয়।

              বাধা বিপদ আছে মাঝের দেশে,

          মনে          রাখি নে সেই ভয়।

যাত্রা যখন হবে সারা   উঠবে জ্বলে সন্ধ্যাতারা,

              পূরবীতে করুণ বাঁশরি

          দ্বারে    বাজবে মধুর স্বর ॥

রাগ: রামকেলী-কালাংড়া

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): ৩০ চৈত্র, ১৩১৮

রচনাকাল (খৃষ্টাব্দ): 1912

রচনাস্থান: শিলাইদহ

স্বরলিপিকার: ভীমরাও শাস্ত্রী

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.