রাগ: বাউল

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): ২১ ভাদ্র, ১৩২১

রচনাকাল (খৃষ্টাব্দ): ৭ সেপ্টেম্বর, ১৮১৪

স্বরলিপিকার: অনাদিকুমার দস্তিদার

৫৫০ (amar man jakhan jagli na re)

আমার       মন, যখন জাগলি না রে

ও তোর          মনের মানুষ এল দ্বারে।

তার              চলে যাওয়ার শব্দ শুনে ভাঙল রে ঘুম--

ও তোর          ভাঙল রে ঘুম অন্ধকারে ॥

মাটির 'পরে আঁচল পাতি         একলা কাটে নিশীথরাতি।

তার         বাঁশি বাজে আঁধার-মাঝে,   দেখি না যে চক্ষে তারে ॥

ওরে,   তুই যাহারে দিলি ফাঁকি   খুঁজে তারে পায় কি আঁখি?

এখন    পথে ফিরে পাবি কি রে   ঘরের বাহির করলি যারে?।

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.