১২৩ (amar sab mithya sakali bhulaye dao)

          আমার    সত্য মিথ্যা সকলই ভুলায়ে দাও,

                   আমায়    আনন্দে ভাসাও ॥

না চাহি তর্ক না চাহি যুক্তি,   না জানি বন্ধ না জানি মুক্তি,

তোমার          বিশ্বব্যাপিনী ইচ্ছা আমার অন্তরে জাগাও ॥

                      সকল বিশ্ব ডুবিয়া যাক শান্তিপাথারে,

                             সব সুখ দুখ থামিয়া যাক হৃদয়মাঝারে।

                       সকল বাক্য সকল শব্দ   সকল চেষ্টা হউক স্তব্ধ-

তোমার          চিত্তজয়িনী বাণী আমার অন্তরে শুনাও ॥

রাগ: অজ্ঞাত

তাল: অজ্ঞাত

রচনাকাল (বঙ্গাব্দ): 1303

রচনাকাল (খৃষ্টাব্দ): 1896

Rendition

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.