রাগ: মিশ্র ভীমপলশ্রী

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): আশ্বিন, ১৩২৫

রচনাকাল (খৃষ্টাব্দ): 1918

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

২০১ (amar sakal dukher pradip)

আমার   সকল দুখের প্রদীপ জ্বেলে দিবস গেলে করব নিবেদন--

                   আমার   ব্যথার পূজা হয় নি সমাপন ॥

          যখন বেলা-শেষের ছায়ায় পাখিরা যায় আপন কুলায়-মাঝে,

                   সন্ধ্যাপূজার ঘণ্টা যখন বাজে,

          তখন আপন শেষ শিখাটি জ্বালবে এ জীবন--

                   আমার   ব্যথার পূজা হবে সমাপন ॥

          অনেক দিনের অনেক কথা, ব্যাকুলতা, বাঁধা বেদন-ডোরে,

                   মনের মাঝে উঠেছে আজ ভ'রে।

          যখন পূজার হোমানলে উঠবে জ্বলে একে একে তারা,

                   আকাশ-পানে ছুটবে বাঁধন-হারা,

          অস্তরবির ছবির সাথে মিলবে আয়োজন--

                   আমার   ব্যথার পূজা হবে সমাপন ॥

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.