৬২ (amar sakal raser dhara)

                 আমার সকল রসের ধারা

           তোমাতে আজ হোক-না হারা ॥

জীবন জুড়ে লাগুক পরশ,    ভুবন ব্যেপে জাগুক হরষ,

      তোমার রূপে মরুক ডুবে     আমার দুটি আঁখিতারা ॥

                 হারিয়ে-যাওয়া মনটি আমার

           ফিরিয়ে তুমি আনলে আবার ॥

ছড়িয়ে-পড়া আশাগুলি       কুড়িয়ে তুমি লও গো তুলি,

      গলার হারে দোলাও তারে    গাঁথা তোমার ক'রে সারা ॥

রাগ: ইমন

তাল: ত্রিতাল

রচনাকাল (বঙ্গাব্দ): ১০ ভাদ্র, ১৩২১

রচনাকাল (খৃষ্টাব্দ): 1914

রচনাস্থান: সুরুল

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.