২৯২ (amay bhulte dite naiko)

          আমায়  ভুলতে দিতে নাইকো তোমার ভয়

আমার       ভোলার আছে অন্ত, তোমার প্রেমের তো নাই ক্ষয় ॥

     দূরে গিয়ে বাড়াই যে ঘুর,   সে দূর শুধু আমারি দূর--

              তোমার কাছে দূর কভু দূর নয় ॥

          আমার       প্রাণের কুঁড়ি পাপড়ি নাহি খোলে,

          তোমার     বসন্তবায় নাই কি গো তাই বলে!

এই খেলাতে আমার সনে   হার মানো যে ক্ষণে ক্ষণে--

              হারের মাঝে আছে তোমার জয় ॥

রাগ: ভৈরবী-বাউল

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): ২৯ ফাল্গুন, ১৩২০

রচনাকাল (খৃষ্টাব্দ): ১৩ মার্চ, ১৯১৪

রচনাস্থান: শান্তিনিকেতন

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.