রাগ: বেহাগ-বাউল

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): 1328

রচনাকাল (খৃষ্টাব্দ): 1921

রচনাস্থান: শান্তিনিকেতন

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

১৯৭ (amay dao go bale )

                   আমায় দাও গো ব'লে

সে কি            তুমি আমায় দাও দোলা অশান্তিদোলে।

দেখতে না পাই পিছে থেকে   আঘাত দিয়ে হৃদয়ে কে

                   ঢেউ যে তোলে ॥

মুখ দেখি নে তাই লাগে ভয়-- জানি না যে, এ কিছু নয়।

মুছব আঁখি, উঠব হেসে-- দোলা যে দেয় যখন এসে

                   ধরবে কোলে ॥

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.