১৮৬ (amay mukti jadi dao)

          আমায়   মুক্তি যদি দাও বাঁধন খুলে

          আমি      তোমার বাঁধন নেব তুলে ॥

যে পথে ধাই নিরবধি   সে পথ আমার ঘোচে যদি

          যাব     তোমার মাঝে পথের ভুলে ॥

                   যদি নেবাও ঘরের আলো

          তোমার     কালো আঁধার বাসব ভালো।

তীর যদি আর না যায় দেখা   তোমার আমি হব একা

                   দিশাহারা সেই অকূলে ॥

রাগ: কাফি

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): ৩১ জ্যৈষ্ঠ, ১৩৩২

রচনাকাল (খৃষ্টাব্দ): ১৪ জুন, ১৯২৫

রচনাস্থান: শান্তিনিকেতন

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.