৪৮৩ (ami din ati din)

          আমি দীন, অতি দীন--

     কেমনে শুধিব, নাথ হে, তব করুণাঋণ ॥

তব স্নেহ শত ধারে     ডুবাইছে সংসারে,

     তাপিত হৃদিমাঝে ঝরিছে নিশিদিন ॥

হৃদয়ে যা আছে           দিব তব কাছে,

     তোমারি এ প্রেম দিব তোমারে--

চিরদিন তব কাজে   রহিব জগতমাঝে,

     জীবন করেছি তোমার চরণতলে লীন ॥

রাগ: রামকেলী

তাল: ঝাঁপতাল

রচনাকাল (বঙ্গাব্দ): 1292

রচনাকাল (খৃষ্টাব্দ): 1885

স্বরলিপিকার: কাঙ্গালীচরণ সেন

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.