৩৪৮ (ami jwalba na mor)

আমি     জ্বালব না মোর বাতায়নে প্রদীপ আনি,

আমি     শুনব বসে আঁধার-ভরা গভীর বাণী॥

আমার    এ দেহ মন মিলায়ে যাক নিশীথরাতে,

আমার    লুকিয়ে-ফোটা এই হৃদয়ের পুষ্পপাতে,

          থাক্‌-না ঢাকা মোর বেদনার গন্ধখানি॥

আমার    সকল হৃদয় উধাও হবে তারার মাঝে

          যেখানে ওই আঁধারবীণায় আলো বাজে।

আমার    সকল দিনের পথ খোঁজা এই হল সারা,

এখন    দিক্‌-বিদিকের শেষে এসে দিশাহারা

          কিসের আশায় বসে আছি অভয় মানি॥

রাগ: সাহানা

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): 1326

রচনাকাল (খৃষ্টাব্দ): 1919

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.