৪৭৮ (ami ki bale)

     আমি    কী ব'লে করিব নিবেদন

          আমার হৃদয় প্রাণ মন ॥

     চিত্তে আসি দয়া করি         নিজে লহো অপহরি,

করো তারে আপনারি ধন-- আমার হৃদয় প্রাণ মন ॥

     শুধু ধূলি, শুধু ছাই,         মূল্য যার কিছু নাই,

মূল্য তারে করো সমর্পণ         স্পর্শে তব পরশরতন!

     তোমারি গৌরবে যবে         আমার গৌরব হবে

              সব তবে দিব বিসর্জন--

                   আমার হৃদয় প্রাণ মন ॥

রাগ: পিলু

তাল: অর্ধঝাঁপ

রচনাকাল (বঙ্গাব্দ): 1308

রচনাকাল (খৃষ্টাব্দ): 1902

স্বরলিপিকার: কাঙ্গালীচরণ সেন

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.