৫৫১ (ami tarei jani tarei jani)

আমি    তারেই জানি তারেই জানি আমায় যে জন আপন জানে--

          তারি দানে দাবি আমার যার অধিকার আমার দানে ॥

          যে আমারে চিনতে পারে   সেই চেনাতেই চিনি তারে গো--

          একই আলো চেনার পথে   তার প্রাণে আর আমার প্রাণে ॥

                   আপন মনের অন্ধকারে ঢাকল যারা

                   আমি    তাদের মধ্যে আপনহারা।

          ছুঁইয়ে দিল সোনার কাঠি,   ঘুমের ঢাকা গেল কাটি গো--

          নয়ন আমার ছুটেছে তার   আলো-করা মুখের পানে ॥

রাগ: পিলু-বাউল

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): 1340

রচনাকাল (খৃষ্টাব্দ): 1933

স্বরলিপিকার: অনাদিকুমার দস্তিদার

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.