৮৪ (andhakarer majhe amay dharechha dui)

          অন্ধকারের মাঝে আমায় ধরেছ দুই হাতে।

          কখন্‌ তুমি এলে, হে নাথ, মৃদু চরণপাতে?।

ভেবেছিলেম, জীবনস্বামী,   তোমায় বুঝি হারাই আমি--

          আমায় তুমি হারাবে না বুঝেছি আজ রাতে ॥

          যে নিথীথে আপন হাতে নিবিয়ে দিলেম আলো

          তারি মাঝে তুমি তোমার ধ্রুবতারা জ্বালো।

তোমার পথে চলা যখন           ঘুচে গেল, দেখি তখন

          আপনি তুমি আমার পথে লুকিয়ে চল সাথে ॥

রাগ: অজ্ঞাত

তাল: অজ্ঞাত

রচনাকাল (বঙ্গাব্দ): 1317

রচনাকাল (খৃষ্টাব্দ): 1910

Rendition

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.