৫০৬ (animesh akhi sei)

        অনিমেষ আঁখি সেই কে দেখেছে

        যে আঁখি জগতপানে চেয়ে রয়েছে ॥

রবি শশী গ্রহ তারা               হয় নাকো দিশাহারা,

        সেই আঁখি'পরে তারা আঁখি রেখেছে ॥

        তরাসে আঁধারে কেন কাঁদিয়া বেড়াই,

        হৃদয়-আকাশ-পানে কেন না তাকাই?

ধ্রুবজ্যোতি সে নয়ন              জাগে সেথা অনুক্ষণ,

        সংসারের মেঘে বুঝি দৃষ্টি ঢেকেছে ॥

রাগ: দেশ

তাল: আড়াঠেকা

রচনাকাল (বঙ্গাব্দ): 1290

রচনাকাল (খৃষ্টাব্দ): 1884

স্বরলিপিকার: কাঙ্গালীচরণ সেন

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.