১১১ (antar mama bikashit karo)

অন্তর মম বিকশিত করো অন্তরতর হে--

নির্মল করো, উজ্জ্বল করো, সুন্দর করো হে ॥

জাগ্রত করো, উদ্যত করো, নির্ভয় করো হে।

মঙ্গল করো, নিরলস নিঃসংশয় করো হে ॥

যুক্ত করো হে সবার সঙ্গে, মুক্ত করো হে বন্ধ।

সঞ্চার করো সকল কর্মে শান্ত তোমার ছন্দ।

চরণপদ্মে মম চিত নিষ্পন্দিত করো হে।

নন্দিত করো, নন্দিত করো, নন্দিত করো হে ॥

রাগ: ভৈরবী

তাল: একতাল

রচনাকাল (বঙ্গাব্দ): ২৭ অগ্রহায়ণ, ১৩১৪

রচনাকাল (খৃষ্টাব্দ): 1907

স্বরলিপিকার: কাঙ্গালীচরণ সেন

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.