১৯২ (ar rekha na adhare)

আর রেখো না আঁধারে,   আমায়   দেখতে দাও।

তোমার মাঝে আমার আপনারে      দেখতে দাও ॥

কাঁদাও যদি কাঁদাও এবার,   সুখের গ্লানি সয় না যে আর,

নয়ন আমার যাক-না ধুয়ে অশ্রুধারে--

আমায়    দেখতে দাও ॥

জানি না তো কোন্‌ কালো এই ছায়া,

আপন ব'লে ভুলায় যখন ঘনায় বিষম মায়া।

স্বপ্নভারে জমল বোঝা,          চিরজীবন শূন্য খোঁজা--

যে মোর আলো লুকিয়ে আছে রাতের পারে

আমায়   দেখতে দাও।

রাগ: দেশ

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): ৭ বৈশাখ, ১৩৩৩

রচনাকাল (খৃষ্টাব্দ): ২০ এপ্রিল, ১৯২৬

রচনাস্থান: শান্তিনিকেতন

স্বরলিপিকার: রমা মজুমদার

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.