২২৪ (aro aghat saibe amar )

      আরো আঘাত সইবে আমার, সইবে আমারো।

      আরো কঠিন সুরে জীবন-তারে ঝঙ্কারো ॥

যে রাগ জাগাও আমার প্রাণে   বাজে নি তা চরম তানে,

      নিঠুর মূর্ছনায় সে গানে মূর্তি সঞ্চারো ॥

      লাগে না গো কেবল যেন কোমল করুণা,

      মৃদু সুরের খেলায় এ প্রাণ ব্যর্থ কোরো না।

জ্ব'লে উঠুক সকল হুতাশ,      গর্জি উঠুক সকল বাতাস,

      জাগিয়ে দিয়ে সকল আকাশ পূর্ণতা বিস্তারো ॥

রাগ: ঝিঁঝিট

তাল: যৎ

রচনাকাল (বঙ্গাব্দ): ৪ আষাঢ়, ১৩১৭

রচনাকাল (খৃষ্টাব্দ): 1910

স্বরলিপিকার: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, ভীমরাও শাস্ত্রী

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.