৩৮৪ (aro chai je aro chai)

     আরো চাই যে, আরো চাই গো-- আরো যে চাই।

     ভাণ্ডারী যে সুধা আমায় বিতরে নাই ॥

সকালবেলার আলোয় ভরা         এই-যে আকাশ বসুন্ধরা

     এরে আমার জীবন-মাঝে কুড়ানো চাই--

     সকল ধন যে বাইরে আমার, ভিতরে নাই ॥

     প্রাণের বীণায় আরো আঘাত, আরো যে চাই।

     গুণীর পরশ পেয়ে সে যে শিহরে নাই।

দিনরজনীর বাঁশি পূরে           যে গান বাজে অসীম সুরে

     তারে আমার প্রাণের তারে বাজানো চাই।

     আপন গান যে দূরে তাহার, নিয়ড়ে নাই ॥

রাগ: রামকেলী

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): ৮ চৈত্র, ১৩২০

রচনাকাল (খৃষ্টাব্দ): ২২ মার্চ, ১৯১৪

রচনাস্থান: শান্তিনিকেতন

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.