৩৪৭ (arupbina ruper arale)

অরূপ বীণা রূপের আড়ালে লুকিয়ে বাজে,

  সে বীণা আজি উঠিল বাজি' হৃদয়মাঝে॥

      ভুবন আমার ভরিল সুরে,

      ভেদ ঘুচে যায় নিকটে দূরে,

সেই রাগিণী লেগেছে আমার সকল কাজে॥

হাতে পাওয়ার চোখে চাওয়ার সকল বাঁধন,

  গেল কেটে আজ সফল হল সকল কাঁদন।

      সুরের রসে হারিয়ে যাওয়া

    সেই তো দেখা সেই তো পাওয়া,

বিরহ মিলন মিলে গেল আজ সমান সাজে॥

রাগ: কালাংড়া

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): মাঘ, ১৩২৬

রচনাকাল (খৃষ্টাব্দ): 1920

স্বরলিপিকার: অনাদিকুমার দস্তিদার

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.