২৫৯ (badha dile badhbe larai)

          বাধা দিলে বাধবে লড়াই, মরতে হবে।

          পথ জুড়ে কী করবি বড়াই, সরতে হবে॥

লুঠ-করা ধন ক'রে জড়ো         কে হতে চাস সবার বড়ো--

          এক নিমেষে পথের ধুলায় পড়তে হবে।

          নাড়া দিতে গিয়ে তোমায় নড়তে হবে॥

          নীচে বসে আছিস কে রে, কাঁদিস কেন?

          লজ্জা-ডোরে আপনাকে রে বাঁধিস কেন।

ধনী যে তুই দুঃখধনে             সেই কথাটি রাখিস মনে--

          ধুলার 'পরে স্বর্গ তোমায় গড়তে হবে--

          বিনা অস্ত্র, বিনা সহায়, লড়তে হবে॥

রাগ: ভৈরবী

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): ৪ ভাদ্র, ১৩২১

রচনাকাল (খৃষ্টাব্দ): ২১ অগাস্ট, ১৯১৪

রচনাস্থান: শান্তিনিকেতন

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.